রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণটি আমরা প্রথমে চার জন বিশিষ্ট ইসলামী বক্তার বয়ানের মাধ্যমে উপস্থাপন করেছি এবং নীচে বয়ানটির চুম্বকাংশ ১৩ দফার মাধ্যমে লিখিত উপস্থাপন করেছি। আমরা বিশ্বাস করি উক্ত ভাষনটি শুনে এ সম্পর্কে চিন্তা করলে একজন মুসলমানের ঈমান বৃদ্ধি পাবে এবং যে কোন অমুসলিমও আল্লাহ চাহেত হেদায়াত প্রাপ্ত হতে পারেন (ওমা তাওফিকি ইল্লাবিল্লাহ)।

Powered By EmbedPress

Scroll to Top